বাগেরহাটে বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে ছাত্রলীগ

0
717

বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে যশোরে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মহামারি করোনাভাইরাসে আক্রান্তদের পাশে দাঁড়াতে ‘শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’ চালু করেছে।

শুক্রবার (৯ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে ৪০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। জেলা ছাত্রলীগের তত্ত্বাবধায়নে আওয়ামী লীগের জেলা অফিস থেকে ব্যাংকটি নিয়ন্ত্রণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাজাদ জাহান দিহান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন রাসেলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব জানান, তাদের হটলাইন ০১৯১২৩৩১২৭৪০১৭২১৪০৪৯৫০ মোবাইল নম্বরে কল দিলে বিনামূল্যে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। দিনের ২৪ ঘণ্টা হটলাইন চালু থাকবে। ২৫ জন ভলেন্টিয়ার এ দায়িত্বে নিয়োজিত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here