নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকায় শুক্রবার (৯ জুলাই) দুপুরে স্মার্টফোন কিনে না দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রুপালী নামে এক কিশোরী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠায় পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, কিশোরীর পরিবার সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকার হারাধনের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকছে। কয়েক দিন ধরে একটি স্মার্টফোন কিনে দেয়ার জন্য বাবার কাছে বায়না করে আসছিল রুপালী।
শুক্রবার দুপুরে রুপালী তার পরিবারের কাছে স্মার্টফোন কিনে দেয়ার জন্য আবারো বায়না ধরে। তবে ফোন কিনে দেয়ার আশ্বাস না পাওয়ায় সে তার হাতের বাটন মোবাইল ফোনটি আছড়ে ভেঙে ফেলে। পরে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।