নতুন করে দাম্পত্য জীবন শুরুর ইঙ্গিতদিয়ে ডিভোর্সের কথা জানালেন ন্যান্সি

0
350

শেষপর্যন্ত সত্য হলো গুঞ্জন। সম্প্রতি জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি একটি ফেইসবুক স্ট্যাটাসে স্বামীর সাথে ডিভোর্সের ইঙ্গিত দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ন্যান্সি জানালেন মিউচুয়্যাল ডিভোর্স হয়েছে তাদের। এ সময় নতুন করে দাম্পত্য জীবন শুরুর ইঙ্গিত দেন এই শিল্পী।

ন্যান্সির সংসারে ভাঙনের সুর শোনা যাচ্ছিল অনেকদিন থেকেই। স্বামীর সাথে এক ছাদের নিচে থাকছেন না বলে গণমাধ্যমে জানিয়েছিলেন আগেই। ২৮ জুলাই তার নিজের ফেসবুক স্ট্যাটাসে বিচ্ছেদের বিষয়টি নতুন করে নিশ্চিত করেছেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে ন্যানসি বলেন, ‘আমাদের ডিভোর্স হয়ে গেছে।’ এর বেশি কিছু বলতে চাননি এই শিল্পী।

২০১৩ সালের ৪ মার্চ জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা এবং ব্যবসায়ী নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ২০১৩ সালের ৪ মার্চ। ন্যানসির এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেন ন্যান্সি। ২০১২ সালের ২৪ মে বিচ্ছেদ হয় তাদের।

ন্যানসির সংগীত ক্যারিয়ার শুরু ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রের মাধ্যমে। ২০০৯ সালে তার প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ প্রকাশিত হয়। ২০১১ সালে ‘প্রজাপতি’ চলচ্চিত্রে গান গেয়ে তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here