ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানুষের ভিড়

0
353

মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া ১৪ দিনের কঠোর লকডাউনের ৭মদিন আজ। লকডাউনে বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহনসহ শিল্পকারখানা ও দোকানপাট। এরমধ্যেও ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানুষের ভিড় বেড়েছে কয়েকগুণ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তার চেকপোস্ট অতিক্রম করছেন সাধারণ মানুষ। পণ্যবাহী ট্রাকে, সিএনজি, রিকশা ও মোটরসাইকেলে চলাচল করছেন তারা।

পরিস্থিতি বেগতিক দেখে অনেকেই চেকপোস্ট থেকে কিছুটা দূরে নেমে হেঁটে হেঁটে চেকপোস্ট অতিক্রম করছেন। এসব মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর ও কুড়িগ্রামের কিছু অংশের মানুষ। তারা সবাই কোনো না কোনো শিল্প কারখানার শ্রমিক।

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মেহেদী হাসান ও কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, লকডাউনে চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তল্লাশি করছে। কোনো ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল করছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here