নওগাঁ সদর উপজেলার জালালপুর গ্রামে বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১১ টার দিকে বজ্রপাতে শ্রী পূর্নচন্দ্র প্রামানিক (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহতের বাবা সুপদ প্রামাণিক জানান, সকালে গরুকে ঘাস খাওয়ানোর জন্য গ্রামের মাঠে যায় পূর্নচন্দ্র। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাঠ থেকে তার মরদেহ বাড়িতে আনা হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।