মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘন্টায় আরও সাড়ে ৮ হাজার প্রাণ হারিয়ে গেছে। শনাক্ত হয়েছে আরও ৩ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বৃহস্পতিবার (১ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৬২ হাজার ৭৮১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৫৩০ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৪৮২ জন। শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৬৩৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৭৫ লাখ ৫৪ হাজার ৬৪৬ জন।