দেশের ১২ জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২৭ জনের মৃত্যু

0
351

মহামারি করেনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে দেশের ১২ জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২৭ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ২১ জন, ময়মনসিংহে ১৯ জন, চট্টগ্রামে ১৮ জন, কুষ্টিয়ায় ১৯ জন, খুলনায় করোনায় ১১ জন, কুমিল্লায় করোনায় ১০ জন, সাতক্ষীরায় করোনায় ৭ জন, চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৮ জন, চাঁদপুরে করোনা ও উপসর্গে ৬ জন, ঠাকুরগাঁওয়ে করোনায় ৩ জন, নারায়ণগঞ্জে করোনায় ৩ জন, পঞ্চগড়ে করোনা ও উপসর্গে ২ জন মারা যান।

মঙ্গলবার (২৭জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪৩৮ জন, আইসিইউতে ভর্তি আছেন ১৯জন।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও উপসর্গে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সংক্রমণে মারা গেছেন ১০ জন ও উপসর্গে ১১ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ১০ জন নারী ছিলেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯১৫ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩১০ জনের। এটিই চট্টগ্রামে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত।

কুষ্টিয়া করোনা হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ২৫৩ জনের। একই সময় করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ১৫ জনের করোনা পজেটিভ এবং ৪ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here