কুমিল্লা ইপিজেডের সিন চ্যং সুজ বিডি লিমিটেড কোম্পানির মানবসস্পদ কর্মকর্তা বাশার হত্যা মামলায় শাহরিয়ার রহমান জিহাদ নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (৯ মে) ভোরে ভারতীয় সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের (এসআই) শাহিন কাদির সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতে পালিয়ে যাওয়ার সমেয় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে যে কয়জন অংশ নিয়েছে তাদের মধ্যে জিহাদ অন্যতম। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এনএইচ২৪/জেএস/২০২১