টানা ১৩ বছর পর ৬ মে দুপুরে উত্তরার একটি শুটিং বাড়িতে এক হলেন জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা।
অপূর্ব ও তিশাকে নিয়ে ‘রক রবীন্দ্র’ নামের বিশেষ এই নাটকটি নির্মাণ করছেন মহিদুল মহিম। শুটিং চলছে খুব নীরবে আর নিরাপদ আয়োজনে। হয়েছে ইউনিটের সবার কোভিড টেস্ট। মানা হয়েছে স্বাস্থ্যবিধি।
নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘করোনাকালীন অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তারপরও দর্শকদের জন্য যতটুকু সম্ভব চেষ্টা করেছি ভালো কিছু করার। বাকিটুকু দর্শকদের ওপর।’
‘রক রবীন্দ্র’তে আরও অভিনয় করছেন ডা. এজাজ, শামীমা নাজনীন প্রমুখ।
এনএইচ২৪/জেএস/২০২১