তৃতীয় সন্তানের মা হলেন ওয়ান্ডার ওম্যান

0
1033

অবশেষে তৃতীয় সন্তানের মা হলেন ওয়ান্ডার ওম্যান খ্যাত হলিউডের জনপ্রিয় ইসরাইলী অভিনেত্রী গ্যাল গ্যাডট।

৩৬ বছর বয়সী অভিনেত্রী গ্যাল গ্যাডট সদ্য জন্মানো কন্যা সন্তানের ছবি ইন্সটাগ্রামে দিয়ে ভক্তদের এ খুশির সংবাদ জানান। মেয়ের নাম রাখা হয়েছে ড্যানিয়েলা।

ইন্সটাগ্রামে পুরো পরিবার নিয়ে একটি ছবি প্রকাশ করেন গ্যাডট। ছবিটিতে ড্যানিয়েলা ছাড়াও আরও ছিলেন ৩ বছর বয়সী মায়া এবং ৯ বছর বয়সী আলমা।

ছবিটির নোটে এ অভিনেত্রী লেখেন, ‘আমার মিষ্টি পরিবার। আমরা সকলেই ড্যানিয়েলাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত এবং উচ্ছ্বসিত। এই আনন্দ লিখে প্রকাশ করার মতো নয়। আপনাদের সবার জন্য ভালোবাসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here