মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কদুপুর এলাকায় বৃহস্পতিবার (১ জুলাই) মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক সংবাদমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ফল ও সবজি বোঝাই একটি মিনি ট্রাক মৌলভীবাজার আসার পথে সদর উপজেলার কদুপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পরে গেলে ঘটনাস্থলে ২ জন নিহত হন। এ সময় গাড়িতে থাকা অপর দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান।