মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও ৮ জন।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৩ নমুনা পরীক্ষার ফলাফলে ১০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৫৬.২৮ শতাংশ।
জেলায় এখন পর্যন্ত ১৩ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষা করে তিন হাজার ১৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮১ জনের মৃত্যু হয়েছে।