গাজীপুরে বউকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করল বিএনপির নেতা

0
1053

সম্প্রতি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে বউকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছে আবু তাহের মুসল্লী নামের বিএনপি এক নেতা।

উপজেলার নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন আবু তাহের মুসল্লী তার প্রথম স্ত্রী মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল গ্রামের আনিস মোক্তারের মেয়ে আছমা বেগম কে বিয়ে করে কয়েক বছর সংসার করার পর প্রথম স্ত্রীকে তালাক দিয়ে আছমা বেগমের গর্ভধারিনী মা বাহার জান কে ২য় স্ত্রী হিসেবে গ্রহণ করে।

তাদের দ্বিতীয় সংসারে বিপ্লব হোসেন ও বিথী আক্তার নামে দুইটি সন্তান রয়েছে। এখানেই থেমে থাকেনি আবু তাহের মুসল্লী।

পাবনা থেকে ভাওয়াল মির্জাপুর ‘স’ মিলে কাজ করতে আসা শ্রমিক সুকুমারকে ভয়-ভীতি দেখিয়ে তার সুন্দরী বউ জোসনা রানী কে ৩য় বিয়ে করে ২য় স্ত্রী হিসেবে রেখেছে।

স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন ১ম স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেন এমন একজন ব্যক্তিকে যদি সদর উপজেলা বিএনপি’র গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয় তাহলে দল তার কাছ থেকে ভালো কিছু আশা করবে বলে মনে হয় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here