রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভা এলাকা থেকে শনিবার (৮ মে) রাত ৯ টার দিকে খাদ্য অধিদফতরের সীলমোহরকৃত ৪০০ বস্তা গম জব্দ করেছে পুলিশ।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পৌরসভার ৮নং ওয়ার্ড রসুলপুর দিঘিপাড়া আতাউর রহমান আতার বাড়ি সামনে থেকে চারটি ট্রলিতে বোঝায়কৃত অবস্থায় গমগুলো জব্দ করা হয়।
টিআর প্রকল্পের এসব গম রাতের আধারে গুদাম থেকে বের করে গোপনে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিলো। ওই কাউন্সিলরের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এনএইচ২৪/জেএস/২০২১