কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের (নেছারী পার্ক উত্তর) সি/৮ ব্লক এলাকার হাবিবুর রহমানের বাড়িতে পূর্ব শত্রুতার জেরে বুধবার (৩০ জুন) রাত ৩টার দিকে রোহিঙ্গার সন্ত্রাসীদের গুলিতে 3 ভাই গুলিবিদ্ধ হয়েছেন।
টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তারিকুল ইসলাম জানান, বুধবার ভোর রাতে পূর্ব শত্রুতার জের ধরে জাদিমুড়ার রোহিঙ্গা হাসেমুল্লা, নুরু, আবু তাহের কালুর নেতৃত্বে একদল রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিত হামলা করে হাবিবুর রহমানের বাড়িতে।
সেখানে তারা ওই পরিবারের লোকজনদের মারধর ও এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে হাবিবুর রহমানের তিন ছেলে রহমতুল্লাহ, সালামতুল্লাহ ও মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এরপর ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। আহতরা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।