নওগাঁয় লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে ভার্চুয়ালি আলোচনা সভা

0
1045

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (১ জুলাই) হতে ঘোষিত বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁয় ভার্চুয়ালি প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে জেলার ১১টি উপজেলা নিয়ে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে সংযুক্ত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।

আলোচনা সভায় সংযুক্ত থেকে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান, এবং নওগাঁর বিভিন্ন সংসদীয় আসনের সাংসদবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here