টিকা নিলেই মিলবে স্বর্ণালঙ্কার ও ব্লেন্ডার

0
1092

করোনার সংক্রমণ প্রতিরোধে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিয়েছেন গুজরাটের স্বর্ণকার সম্প্রদায়ের লোকেরা।

গুজরাটের রাজকোটে করোনার টিকা প্রধানের জন্য একটি শিবির খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে যারা টিকা নিতে আসছেন, তাদের প্রত্যেককে কিছু না কিছু উপহার দেওয়া হচ্ছে।

মহিলাদের দেওয়া হচ্ছে সোনার নাকছাবি, আবার পুরুষদের দেওয়া হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার। নয়া উদ্যোগের ফলে স্থানীয় মানুষের মধ্যে যে টিকা নেওয়ার প্রবণতা যে বেড়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, ভারতে ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ হাজারের বেশি। গত বছর সেপ্টেম্বর মাসের পর এটাই সর্বোচ্চ সংক্রমণ। আশঙ্কা করা হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে।

এনএইচ২৪/জেএ/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here