ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ও প্রতিবেশী পূর্ব-তিমুরে রোববার (৪ এপ্রিল) সকালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে।
মুষলধারে বৃষ্টিপাতের ফলে বাঁধ ভেঙে ইন্দোনেশিয়ার ফ্লোরস দ্বীপ ও পূর্ব-তিমুরের কয়েক হাজার ঘরবাড়ি ডুবে যায়। অনেকে এখনো মাটির নিচে চাপা পড়ে আছে।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র রাদিত্য জাটি বলেন, ‘এখন পর্যন্ত ৭০ জন মারা গেছেন, আহত হয়েছেন অনেকে ।
জানা গেছে, উদ্ধারকারীরা এখনও বেঁচে যাওয়া লোকদের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এনএইচ২৪/জেএ/২০২১