টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৬

0
1078

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিহাতীর হাতিয়ায় শনিবার (৩ জুলাই) অ‌্যাম্বুলেন্স ও মাছ ভর্তি পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন সংবাদমাধ্যমকে এ দুর্ঘটনার তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছ ভর্তি পিকআপ হাতিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অ‌্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অ‌্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই অ‌্যাম্বুলেন্সের চালকসহ ৩ জন নিহত হন। আহত হন ৭ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে সেখানে আরও ১জন মারা যান। আহত ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here