কুষ্টিয়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত‌্যু, শনাক্ত ৯৫

0
1179

মহামারি করোনাভাইরাসে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ৭ জন। নতুন শনাক্ত হয়েছে আরও ৯৫ জনের।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম শনিবার (৩ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় এ পর্যন্ত ৮ হাজার ২৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২২৫ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪১.৪৮ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৯৫ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৭৮ জন, দৌলতপুরের ১ জন, কুমারখালীর ৩ জন, ভেড়ামারার ২ জন, মিরপুরের ৫ জন এবং খোকসার ৬ জন রয়েছেন।

মারা যাওয়া ৭ জনের মধ্যে ৩ জন কুমারখালী উপজেলার, ২ জন মিরপুর এবং ২ জন কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here