মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ৯২ জন। শনাক্তের হার ৪৮.৯২ শতাংশ।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান শনিবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৬৫ জনের। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৯৮ জন। মারা গেছেন ১৮৭ জন।
এছাড়া জেলার হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১৪৬ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৮৩ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৪ জন রয়েছেন।