নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের সাতপাটি গ্রামে শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মতি মিয়া নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মদ খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন- উছমান আলী, তার ছেলে ওয়াসিম মিয়া ও জসিম মিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, উছমান আলী সঙ্গে মতি মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উছমান আলী ও তার ছেলেরা মতি মিয়ার ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে মতি মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িত সবাইকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।