পঞ্চমবারের মতো করোনাভাইরাসের যুক্তরাষ্ট্রের তৈরি মর্ডানার ১ লাখ ৬ হাজার ৮০০ ডোজ এবং চীনের তৈরি সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ টিকা পৌঁছাল চট্টগ্রামে।
বুধবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে একটি ফ্রিজার ভ্যানে করে আসা এসব টিকা গ্রহণ করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি।
এরপর টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়। এ সময় জেলা ভ্যাকসিন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।