ঈদ পরবর্তী চলমান ১৪ দিনের কঠোর লকডাউনের ৫ম দিনে ২৭ জুলাই মঙ্গলবার সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পৃথক নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত অভিযানে চালিয়ে ১২ টি মামলায় ১৭ হাজার ৮শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান নয়নের নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন নমিতা ইসলাম মিতু ও এসআই আঃ মান্নানসহ সঙ্গীয় পুলিশ টিমের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পৌরশহরসহ উপজেলার কাশিয়াবাড়ী বাজার ও গনেশপুর এলাকায় অভিযান চালিয়ে পৃথক ৬ মামলায় ১২ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
অপরদিকে; সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ টিমের সহায়তায় পলাশবাড়ী পৌরশহরসহ উপজেলার বরিশাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ মামলায় ৫ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেন।অভিযান চলাকালে প্রশাসনিক টিম ভয়াবহ মহামারি করোনা ভাইরাসের ছোঁবল থেকে বাঁচতে বিভিন্ন সতর্কতার কথা উল্লেখ করে ঘরে থাকার পরামর্শসহ যথাযথ সরকারি স্বাস্থ্যবিধি অনুসরন করার অনুরোধ জানান।