চট্টগ্রামে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও ৭ জন। নতুন আক্রান্ত হয়েছে ৩২৭ জন।
সোমবার (২৮ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সংবাদমাধ্যমকে কে এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন দপ্তর থেকে করোনার সর্বশেষ তথ্য জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরী এবং জেলায় মোট ১১৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৮৮ জন।