মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধের জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী সোমবার (২৮ জুন) সকাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। সরকারের দেয়া ৩ দিন লকডাউনের প্রথম দিন আজ।
আর গণপরিবহন না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন চাকরিজীবীরা। মাঝে মাঝে দু’একটি সিএনজি অটোরিকশা বা রাইড শেয়ারিংয়ের গাড়ি দেখা মিললেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। আবার ভাড়াও অনেক বেশি।
প্রসঙ্গত, সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে দোকানপাট, শপিংমল।