ঘূর্ণিঝড় ইয়াসের পর এবার কলকাতায় টর্নেডোর আশঙ্কা

0
1179

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াসের আঘাত হানার পর এবার কলকাতায় টর্নেডোর আশঙ্কা রয়েছে। বুধবার (২৬ মে) ভারতের গণমাধ‌্যমে বলা হয়েছে, দুপুরে কলকাতায় টর্নেডো হতে পারে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময়ে কলকাতাবাসীকে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইয়াসের প্রভাবে সবচেয়ে বেশি দুর্যোগের আশঙ্কা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।

ঘুর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। সকাল থেকেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। দক্ষিণ ২৪ পরগনা গোবাসায় গোমট নদীর।

দিঘা, শংকরপুর এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নন্দীগ্রামে গ্রামের পর গ্রাম ডুবে গেছে। পূর্ব মেদিনীপুরে সাড়ে ৩ লাখের বেশি মানুষকে নিরাপদে সরানো হয়েছে। ১৫ লাখ মানুষকে নিরাপদে সরানো হয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here