আজ পূর্ণ চন্দ্রগ্রহণ ও সুপারমুন

0
1398

চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে বুধবার (২৬ মার্চ)। একই সময় আরও একটি দুর্লভ মহাজাগতিক দৃশ্য সংঘটিত হতে চলছে আজ।

পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসায় একইসঙ্গে সর্ববৃহৎ পূর্ণচন্দ্র বা সুপারমুন দেখা যাবে। ২০১৯ সালের জানুয়ারি মাসের পর চলতি বছরই প্রথম সুপারমুন ও পূর্ণ চন্দ্রগ্রহণ একসঙ্গে হবে।

মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, বুধভার পূর্ণগ্রাস গ্রহণ প্রায় ১৪ মিনিট দেখা যাবে। এটি দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে।

ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ দুপুর ২টা ১৭ মিনিটে শুরু হবে এবং সন্ধ্যা ৭: ১৯ পর্যন্ত থাকবে।

আবহাওয়া দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আকাশ পরিষ্কার থাকলে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত চন্দ্রগ্রহণ দেখা যাবে। ঢাকায় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে শুরু হয়ে গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ৫১ মিনিট ১৮ সেকেন্ডে

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here