গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ‘লালন করি মুক্তিযুদ্ধ’ সংগঠনের এ কর্মসূচীর আয়োজন করে।
শনিবার সকালে কমলকুঁড়ি বিদ্যানিকেতন মাঠে বৃক্ষরোপনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করা হয়। পরে কমলকুঁড়ি বিদ্যানিকেতন হলরুমে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী।
স্বেচ্ছাসেবী সংগঠন টিম গেরিলার সভাপতি নির্ঝর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, কবি মিন্টু রায়, যুবলীগ নেতা বুলবুল অহম্মেদ হাজরা, অনুবাদ সংগঠনের পরিচালক প্রদ্যোত রায় বক্তব্য রাখেন।
এনএইচ২৪/জেএস/২০২১