গোপালগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গোপালগঞ্জ পৌরসভা ও সিভিল সার্জন অফিস যৌথভাবে এ ক্যাম্পেইনের আয়োজন করে।
শনিবার (৫ জুন) সকালে শহরের মিয়াপাড়া এলাকায় মেরীস্টোপ ক্লিনিকে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ।
এসময় পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: সাকিবুর রহমান।
এ ক্যাম্পেইনে ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দুই সপ্তাহ ধরে জেলায় ১ লক্ষ ৮১ হাজার ৮০৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ৯৭৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫৫ হাজার ৮২৭ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
জেলায় ১ হাজার ৭০৫ টি কেন্দ্রে ২১২ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৪ হাজার ৪৯ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন
এনএইচ২৪/জেএস/২০২১