সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে গুমের শিকার হওয়া ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুলের কাছে তার গুমের ঘটনার মৌখিক অভিযোগ দায়ের করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম ও তার স্ত্রী রেহনুমা আহমেদ।
আরও পড়ুন: ২০২৪ সালে বাংলাদেশি টাকা এশিয়ার অন্যতম দুর্বল মুদ্রা
পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইনের বিধান অনুযায়ী গুমের এই মৌখিক অভিযোগ আমলে নেওয়া হবে। মাইকেল চাকমা লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্ত কাজ শুরু হবে।
অভিযোগ প্রসঙ্গে মাইকেল চাকমা বলেন,২০১৯ সালের ৯ এপ্রিল থেকে ২০২৪ সালের সাত আগস্ট পর্যন্ত গুম ছিলেন তিনি।চলতি বছরের ৭ আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। ২০১৩ সালে ইউপিডিএফের হয়ে তারা অবরোধ করেছিলেন। এই ঘটনায় তখন শেখ হাসিনা দেখে নেওয়ার হুশিয়ারি দিয়েছিলেন। এছাড়া শান্তি চুক্তির বিরোধীতা করায় গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার আশঙ্কা এসব ঘটনায় তাকে গুম করা হয়েছিল। এই জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন।