গাজীপুরের শ্রীপুরে বস্তাভর্তি ৫টি মানব কঙ্কাল উদ্ধার

0
1038

গাজীপুরের শ্রীপুর উপজেলার চন্নাপাড়ার গ্রামের ২ নম্বর সিঅ‌্যান্ডবি এলাকায় সোমবার (২৮ জুন) সকালে পড়ে থাকা বস্তাভর্তি ৫টি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন সংবাদমাধ্যমকে ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, চন্নাপাড়া এলাকার পারিবারিক একটি কবরস্থানের বেশ কয়েকটি কবর খোঁড়া হয়। সেখান থেকে একটি সঙ্গবদ্ধ চোরদল কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার পাশের একটি গোরস্থানে এগুলো বস্তাভর্তি অবস্থায় ফেলে যায়।

সোমবার সকালে গোরস্থানে বস্তা পড়ে থাকতে দেখে সেটি খুলে ভেতরে কঙ্কাল দেখে এলাকাবাসী।

বস্তাভর্তি কঙ্কাল পাওয়ার পর আশপাশের গোরস্থানগুলোতে খোঁজ নিয়ে দেখা যায় জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার অদূরে পারিবারিক গোরস্থানে পাঁচটি কবর খোঁড়া।

ওসি আরও জানান, বিষয়টি তদনত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here