মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় বগুড়ায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে ১২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (২৮ জুন) বেলা ১১টায় এসব তথ্য জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
ডেপুটি সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৫০৪ নমুনার মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২১৯টি নমুনায় ৬২ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৩ নমুনায় ৮ জনের, এন্টিজেন পরীক্ষায় ২৩৩ নমুনায় ৩৮ জনের এবং টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ নমুনায় ১৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৫.১৯ শতাংশ।