গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহী গাজীপুরের চান্দনা চৌরাস্তার দিকে যাওয়ার পথে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে বাইমাইল এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এঘটনায় এলাকাবাসী ওই ট্রাক ও চালককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।