টাঙ্গাইলে জুলাই মাসের ১৩ দিনে ১০৩ জনের মৃত্যু

0
331

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপর্সগ নিয়ে টাঙ্গাইলে চলতি জুলাই মাসের ১৩ দিনে প্রাণ হারিয়েছেন ১০৩ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২ হজার ৯৯৯ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান মঙ্গলবার (১৩ জুলাই) এ নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ২৭২ জনের।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৯১ জনের নমুনা পরীক্ষা করে ২৭২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৪.৩৮ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭০৬ জন। মোট মারা গেছেন ১৬৭ জন।

তিনি আরও বলেন, জুলাই মাসের ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত ১৩ দিনে ২ হাজার ৯৯৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, ১৩ দিনে করোনায় আক্রান্ত হয়ে ৫২ জন, উপসর্গ নিয়ে ৫১ জনসহ মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here