গাঁজা গাছসহ ইউনিয়ন আ‘লীগের সভাপতি আটক

0
1328

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশন এলাকায় রোববার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে ২শ টি গাঁজা গাছসহ পঞ্চক্রোশী ইউনিয়ন আ‘লীগের সভাপতি আতিক জামান ডেভিড সরকারকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

সোমবার (১২ জুলাই) বেলা ১১টায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ডেভিড সরকার সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন। উদ্ধারকৃত আলামতসহ তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযু্ক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here