কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোসাইর ভিটা গ্রামের প্রাচীন রাজবাড়ির ধ্বংসস্তূপ থেকে একটি প্রাচীন গরুর মূতি উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার (৯ জুলাই) দুপুরের গোসাইর ভিটা গ্রামের প্রভাষ, শ্রীধর, পরিমলসহ কয়েকজন প্রাচীন রাজবাড়ির ধ্বংসস্তূপ থেকে পোড়া ইট ও পাথর সংগ্রহ করতে গিয়ে মূর্তিটির সন্ধান পায়। পরে তারা ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের গো-মূর্তিটি প্রভাষের বাড়িতে রাখেন। বিষয়টি জানাজানি হলে সেটি দেখতে মানুষ ভিড় জমায়।
পরে খবর পেয়ে আজ শনিবার (১০ জুলাই) বিকেলে মূর্তিটি প্রভাষ চন্দ্রের বাড়ি থেকে নাগেশ্বরী থানায় নিয়ে আসে পুলিশ। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক বলেন, মূর্তিটি সংরক্ষণের জন্য সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।