যুক্তরাষ্ট্রজুড়ে ছাড়াতে পারে তাপমাত্রা রেকর্ড

0
1583

জুন থেকে যুক্তরাষ্ট্রের দেশগুলোতে তীব্র গরম চলছে। এরই মধ্যে দেশটির ক্যালিফোর্নিয়া ও নেভাদা অঙ্গরাজ্যে তাপমাত্রার তীব্রতা রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডায় গত সপ্তাহে তীব্র তাপপ্রবাহে ৫ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

শুক্রবার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববারেও একই ধরনের তাপমাত্রা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে ১৯১৩ সালে ডেথ ভ্যালিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, লাস ভেগাসে এর আগে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এবার সেই রেকর্ড ভঙ্গ হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here