কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

0
392

কুমিল্লার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোড়ামেহের কৃষ্ণপুর এলাকায় বুধবার (১৪ জুলাই) ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি পাইপগান, ২ই রাউন্ড কার্তুজ ও ২টি ধারালো অস্ত্র জব্দ করা হয়।

এ ঘটনায় একইদিন দুপুরে অস্ত্র ও ডাকাতি আইনে মামলা করা হয়। এরপর বিকেলে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন, সুমন শেখ, ইউসুফ, ইয়াছিন।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার ভোরে জোড়ামেহের কৃষ্ণপুর এলাকায় ১০-১২ জন মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here