নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ৫ যুবক

0
1121

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাতে অস্ত্রসহ ৫ যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকৃতরা হলেন- মো. হেলাল উদ্দিন, দুলাল উদ্দিন, মো. জিসান উদ্দিন প্রকাশ সুমন, মো. মামুন এবং মো. আকরাম হোসেন।

র‍্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের হানিফ মেম্বারের বাড়ির রাস্তার মাথায় অভিযান চালিয়ে ২টি পাইপগান, ৩টি কার্তুজ, ২টি ককটেল, ১টি পাইরোটেনিক বিস্ফোরক ও ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে মামলা দিয়ে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাবের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৫ জুলাই) তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here