কুমিল্লায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু

0
344

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় কুমিল্লায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বৃহস্পতিবার (২২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মৃতদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১ জন, কুমিল্লা সদর উপজেলায় ২ জন, চান্দিনা, দেবীদ্বার, দাউদকান্দি ও মনোহরগঞ্জ উপজেলায় ১ জন করে মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে এক হাজার ১২০ জনের নমুনা পরীক্ষায় ২৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ১৪ জন, আদর্শ সদরে ১২ জন, সদর দক্ষিণে একজন, বুড়িচংয়ে একজন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, চান্দিনায় ১ জন, চৌদ্দগ্রামে ৪ জন, দেবীদ্বারে ৫ জন, দাউদকান্দিতে ৪১ জন, লাকসামে ২৫ জন, লালমাইতে একজন, নাঙ্গলকোটে ১১ জন, বরুড়ায় ৩ জন, মেঘনায় ২ জন এবং হোমনা উপজেলায় ১ জন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here