২০১৯ সালে জুনে সুইডিশ শেফ রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাবেক পর্নো তারকা মিয়া খলিফা। কিন্তু সম্প্রতি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি।
বুধবার (২১ জুলাই) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বিচ্ছেদের ঘোষণা দিয়ে এই সাবেক পর্নো তারকা লিখেছেন, ‘আমরা দুইজনেই বেশ জোরের সঙ্গে বলতে পারি— বিয়ে বাঁচিয়ে রাখার সব চেষ্টা করেছিলাম। কিন্তু গত ১ বছর থেরাপি এবং সমস্ত চেষ্টা সত্ত্বেও তা কার্যকর হলো না।
তবে একথা বলতে পারি— আমরা পরস্পরের খুব ভালো বন্ধু হয়ে থাকব। শুধু এটুকু বলতে পারি, মনে কোনো অনুশোচনা না রেখেই আমরা আলাদা হচ্ছি। তবে পরিবার-পরিজন-বন্ধুবান্ধব ও বিশেষ করে সারমেয়র প্রতি আমাদের দু’জনের ভালোবাসার কারণে আমাদের যোগাযোগ থেকেই যাবে।