কুড়িগ্রামে হাঁসের কালো ডিম, রহস্যের আড়ালে কী আছে?

0
286
newshunter24, Kurigram, eggs, ducks, mystery,

সম্প্রতি এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। এই এলাকার বাসিন্দা মাসুম মিয়া ও শিউলি দম্পতির পালন করা একটি পাতিহাঁস কালো রঙের ডিম দিচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

মাসুম মিয়া জানান, প্রায় ছয় মাস আগে বাজার থেকে তিন জোড়া দেশি জাতের পাতিহাঁস কিনে আনেন। কয়েকদিন ধরে হাঁসগুলো ডিম দিচ্ছে। তবে ৯ ডিসেম্বর হাঁসের খোয়াড়ে একটি কালো ডিম দেখতে পান তারা। সাপের ডিম ভেবে ভেঙে ফেলা হয় সেটি। কিন্তু পরপর আরও তিনটি কালো ডিম পান সেখানে। পরে বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়ার পর অদ্ভুত ডিমগুলো দেখতে অনেকেই তার বাড়িতে ভিড় করছেন। ডিম দেখতে আশা আল-আমিন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, হাঁস কালো ডিম দেয় এই প্রথম শুনেছি। তাই নিজ চোখে দেখতে এলাম।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, জেনেটিক্যালি ডিমের রং কালো হতে পারে। এতে ডিমের পুষ্টিগুণ ঠিক থাকে। এটি একটি অস্বাভাবিক ঘটনা। তবে এতে আতঙ্কিত বা কুসংস্কার মনে করার কিছু নেই। এর আগেও একই উপজেলার তিনটি ইউনিয়নে হাঁসের কালো ডিম পাড়ার খোঁজ পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here