শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

0
228
newshunter24, Cold wave, Panchagarh, winter,

পঞ্চগড়ে টানা তিনদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ৮ থেকে ১০ এর মধ্যে ওঠানামা করছে সর্বনিম্ন তাপমাত্রা।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন ৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ৪০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট

তেঁতুলিয়া আবহাওয়া অফিস ও স্থানীয়রা জানায়, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রিতে নেমে শুরু হয় চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। তবে তিনদিন ধরে সকালেই সূর্যের মুখ দেখা গেছে। রোববার সকালেও ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে চারদিক। দিনের তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। তবে প্রতিদিন দুপুরের পর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়।

এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। দুর্ভোগ বেড়েছে রিকশা ভ্যানের চালকসহ নিম্ন আয়ের মানুষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here