এবার নির্বাচনী প্রচারণা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির প্রার্থী কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র।
সোমবার সকালে টুইট করে অভিনেত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
টুইটে লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ। গত ৭ দিন যারা আমার সঙ্গে ছিলেন তাদের প্রতি বিশেষ অনুরোধ, দয়া করে আপনারাও কোভিড পরীক্ষা করিয়ে নেবেন এবং চারপাশের সুরক্ষার জন্য কোয়ারেন্টিনে চলে যান।
সেই সাথে সবাইকে মাস্ক না খোলার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
এনএইচ২৪/জেএস/২০২১