হেফাজতে ইসলামের পুরো কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী।
রোববার (২৫ এপ্রিল) রাতে এক ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
বাবুনগরী বলেন, ‘প্রিয় দেশবাসী, হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ, তৌহিদী জনতা সবাইকে সালাম।
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় দ্বীনি এবং অরাজনৈতিক সংগঠন, ঈমান আকিদার সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
ইনশাল্লাহ আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে।
এনএইচ২৪/জেএস/২০২১