পার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে ঘোষিত ছুটিতে লাখ লাখ মানুষ দেশের এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াতের পর করোনা সংক্রমণের চতুর্থ দফা ঢেউয়ের মুখে ইরান।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশের ৩২টি প্রদেশের মধ্যে রাজধানী তেহরানের কাছাকাছি অবস্থিত আলবুর্জ ও ইলামে নিশ্চিতভাবে সংক্রমণের ৪র্থ দফা ঢেউ চলছে। রাজধানীর তেহরানের একটি বড় অংশও এর মধ্যে রয়েছে।
প্রেসিডেন্ট হাসান রুহানি শনিবার (৪ এপ্রিল) বলেছেন, ‘আমাদের যদি প্রয়োজনীয় বিবেচনাবোধ না থাকে তাহলে এই ঢেউ অন্য প্রদেশগুলোতেও ছড়িয়ে পড়বে। তাই আমাদের সতর্ক হতে হবে।
প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারির পর থেকে ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত প্রায় ৬৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এনএইচ২৪/জেএ/২০২১