শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চে উদ্ধার কাজ শুরু

0
1032

নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে যাওয়ার পথে রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় ট্যাংকারের সঙ্গে আঘাত লেগে কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চে উদ্ধার কাজ শুরু হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র শাহা লঞ্চডুবির তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৮টার দিকে পুলিশ, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভির্সের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে নারায়ণগঞ্জে কালবৈশাখী শুরু হয়। জড়ো বাতাসে নদী উত্তাল ছিল। এ কারণে উদ্ধার কাজ শুরু করতে দেরি হয়।

জানা গেছে, উদ্ধার কাজে অংশ নিতে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

এনএইচ২৪/জেএ/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here