করোনা আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে দেশের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীকে৷ কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি৷ বরং অবনতি হয়েছে৷
বুধবার (৭ এপ্রিল) রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়ার প্রযোজন পড়ে৷ কিন্তু কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ বেড খালি না থাকায় বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
কবরীর ব্যক্তিগত সহকারী নুর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এনএইচ২৪/জেএ/২০২১