কথিত প্রেমিক বলিউডের তারকা ফটোগ্রাফার রোহানের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে মালদ্বীপে ছুটি কাটানোর ছবি পোস্ট করছেন শ্রদ্ধা। যদিও সেই ছবির কোনোটিতেই রোহানকে দেখা যায়নি। কিন্তু রোহানকে এই রিসোর্টের ছবি পোস্ট করতে দেখা গেছে। এরপর থেকেই বলিপাড়ায় এই জুটির একসঙ্গে ছুটি কাটানো নিয়ে কানাকানি শুরু হয়েছে।
এদিকে বেশ কিছুদিন থেকে শ্রদ্ধা ও রোহানের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই জুটির কেউ-ই এখনো তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। পাশাপাশি বিয়ের গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন শ্রদ্ধা।
এনএইচ২৪/জেএ/২০২১